ঈদের ছুটিতেও খোলা থাকবে বিএসএমএমইউর বহির্বিভাগ

বিএসএমএমইউঈদুল ফিতরের ছুটির সময়ও আগামী ২৮ জুন বিশেষ ব্যবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রোগীদের সুবিধার্থেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। ঈদের ছুটিতে হাসপাতালের সেবা কার্যক্রম যেন ব্যাহত না হয় সেজন্য সংশ্লিষ্টদের ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসএমএমইউ উপাচার্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদের ছুটির সময় রোগীদের ভিড় কম থাকলেও রোগী থাকবে না তা আগেভাগে বলা যায় না। প্রচুরসংখ্যক রোগী এ সময় হাসপাতালটির বহির্বিভাগের সেবা নিয়ে থাকেন। তাই তাদের সুবিধার্থে আমরা বহির্বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি, রোগীরা যেন এ সময়ে সঠিক চিকিৎসা পান, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওইদিন (২৮ জুন) অফিস বন্ধ থাকবে।’
এদিকে রোজার ঈদ উপলক্ষে আগামী ২৫, ২৬ ও ২৭ জুন বিএসএমএমইউ হাসপাতাল ও অফিস বন্ধ থাকলেও ওই তিন দিন জরুরি বিভাগ ও হাসপাতালের ইনডোর সেবা প্রচলিত নিয়মে যথারীতি চালু থাকবে বলে জানিয়েছেন উপাচার্য।
/জেএ/জেএইচ/