পাবনা মানসিক হাসপাতালে জরুরি বিভাগ খোলার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মোহাম্মদ নাসিমপাবনা মানসিক হাসপাতালে জরুরি বিভাগ খোলার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। রবিবার (১৩ আগস্ট) মন্ত্রণালয়ের সভাকক্ষে এই নির্দেশ দেন তিনি। এটি ছিল পাবনা মানসিক হাসপাতালের উন্নয়ন সংক্রান্ত বৈঠক। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশের ফলে এই জরুরি বিভাগ এখন সময়ের ব্যাপার।
পাশাপাশি পাবনা মানসিক হাসপাতালে আরও ১০০টি শয্যায় বিনামূল্যে রোগীদের সেবাদানের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখানকার ৫০০ শয্যার মধ্যে ৩৫০টিতে বিনামূল্যে সেবা দেওয়া হতো রোগীদের। মন্ত্রীর সিদ্ধান্তের ফলে এখন তা বেড়ে দাঁড়াবে ৪৫০-এ।
পাবনা মানসিক হাসপাতালের ভবন সংস্কারের কাজ শুরুর নির্দেশ দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘সারাদেশ থেকে রোগীরা সেখানে যায়। তাই এই হাসপাতালের ওপর চাপ বেশি। ফলে এর সংস্কার অত্যন্ত জরুরি।’
মানসিক হাসপাতালের চিকিৎসকদের সমস্যা নিরসনে তাদেরকে বদলির নির্দেশও দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় ছিলেন স্বাস্থ্য ও সেবা বিভাগের সচিব সিরাজুল হক খানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর এবং পাবনা মানসিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/জেএ/জেএইচ/