পরোক্ষ ধূমপানের ক্ষতি বিষয়ক প্রচার অভিযান ‘বিষ বাতাস’

প্রতীকী ছবিপরোক্ষ ধূমপানের মারাত্মক ক্ষতি বিষয়ক ‘বিষ বাতাস’ শীর্ষক টেলিভিশন ভিত্তিক প্রচার অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এর উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী পাঁচ সপ্তাহ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও দেশের প্রথম সারির সব টিভি চ্যানেলে প্রায় পাঁচ হাজার বার প্রচার হবে ‘বিষ বাতাস’ অনুষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তামাকের ভয়াবহতা থেকে মানুষের জীবন রক্ষা ও ২০৪০ সালের মধ্যে দেশকে ধূমপান মুক্ত করতে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে এই প্রচার অভিযান চালানো হচ্ছে।
সারাবিশ্বে প্রতি ৬ সেকেন্ডে একজন মানুষ তামাক জনিত রোগে মারা যায়। ২০১৫-১৬ সালে সরকার তামাক খাত খেকে ১৬ হাজার ৮০০ কোটি টাকা রাজস্ব পেলেও তামাক জনিত রোগে আক্রান্তদের চিকিৎসায় সরকারের ব্যয় হয়েছে এর দ্বিগুণ। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তিন শতাংশ তামাক জনিত কারণে অপচয় হয়।
এ সময় আরও ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ফয়েজ আহমদ, স্বাস্থ্য বিষয়ক সংস্থা ভাইটাল স্ট্র্যাটেজিসের কান্ট্রি অ্যাডভাইজার শফিকুল ইসলাম।
আরও পড়ুন:

ফ্লাইওভার উদ্বোধনের মঞ্চে থাকা নিয়ে আ. লীগ নেতাকর্মীদের হাতাহাতি (ভিডিও)