‘রোগীদের সার্বক্ষণিক সেবা দিয়ে বিশ্বসেরা চিকিৎসক হতে হবে’

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান (ছবি: সংগৃহীত)‘রোগীদের সার্বক্ষণিক সেবাদান ও সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করে বিশ্বসেরা চিকিৎসক হতে হবে’— বলছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৪২টি মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউটে অধ্যয়নরত রেসিডেন্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। বিএসএমএমইউ’র এ-ব্লক মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, ‘মেডিক্যালে উচ্চশিক্ষায় অধ্যয়নরত অবস্থায় প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না। রোগীদের বেডে বসে রোগীর রোগের বিবরণী লিখতে হবে। একইসঙ্গে দরদী মনের মানবিক গুণ সম্পন্ন সৎ, দক্ষ ও যোগ্য চিকিৎসক হতে যা যা করণীয়, সবই করতে হবে। সেবার মাধ্যমে হাসপাতালে আসা রোগীদের আর্তনাদ দূর করতে হবে।’

বিএসএমএমইউ উপাচার্যের ভাষ্য, ‘মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের বেদনা ও দুই লাখ মা-বোনের সম্ভ্রম হারানোর যন্ত্রণা আমাদের অনুধাবন করিয়ে দেয়— নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’

অন্য বক্তারা জানান, বিএসএমএমইউতে অধ্যয়নরত বেসরকারি রেসিডেন্টদের জন্য একটি টাকাও বরাদ্দ ছিল না। বর্তমানে সরকারি ও বেসরকারি সব রেসিডেন্টের প্রত্যেকের জন্য মাসিক ২০ হাজার টাকা পারিতোষিকের ব্যবস্থা করা হয়েছে। রেসিডেন্টদের সব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তারা।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসএমএমইউ’র সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া ও সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএসএমএমইউ’র প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. আনোয়ার হোসেন, সিলেট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোরশেদ আহমেদ, কোর্স ডিরেক্টর অধ্যাপক ডা. সেলিমুর রহমান, অধ্যাপক ডা. এইচএম তৌহিদুল আলম, অধ্যাপক ডা. সত্যরঞ্জন, অধ্যাপক ডা. মোখলেসুর রহমান, অধ্যাপক ডা. মুহিত কামাল প্রমুখ।