জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনার মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সম্ভব

বৈজ্ঞানিক সেমিনারদেশে প্রাপ্ত বয়স্কদের মধ্যে শতকরা ১৮ ভাগ মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং তাদের মধ্যে অর্ধেকই জানে না উচ্চ রক্তচাপ উদ্বেগের বিষয়। প্রাথমিক অবস্থায় উচ্চ রক্তচাপ শনাক্ত করা গেলে ওষুধ সেবন না করে শুধু জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনার মাধ্যমেই এটি নিয়ন্ত্রণ করা যায়।

বৃহস্পতিবার (১৮ মে)এক বৈজ্ঞানিক সেমিনারে এসব তথ্য জানানো হয়।

সেমিনারে বলা হয়-বাংলাদেশে উচ্চ রক্তচাপে আক্রান্ত প্রতি তিন জনের মধ্যে দুই জনের অনিয়ন্ত্রিত রক্তচাপ রয়েছে। যা হৃদরোগ ও কিডনী রোগের মতো জীবনের জন্য ঝুঁকিপূর্ণ রোগের কারণ। এছাড়া  উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের প্রতি তিন জনের মধ্যে দুই জন নিয়মিত ওষুধ সেবন করে না। যার কারণে এই রোগগুলো হওয়ার ঝুঁকি আরও বেড়ে যায়।

হাইপারটেনশন! দি সাইলেন্ট কিলার! রিচিং দ্য আন রিচড শিরোনামে আইসিডিডিআর,বি এবং স্বাস্থ্য অধিদফতর সেমিনারটির আয়োজন করে। আইসিডিডিআরবি’র মিডিয়া ম্যানেজার এ. কে. এম. তারিফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করে ডা. আলিয়া নাহিদ।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইন্সটিটিউটের অধ্যাপক সোহেল রেজা চৌধুরী বাংলাদেশে উচ্চ রক্তচাপের বর্তমান পরিস্থিতি উপস্থাপন করেন। অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক এস.এম. মোস্তফা জামান টেশনিক্যাল প্যাকেজ অব হাইপারটেনশন ম্যানেজমেন্ট ইন প্রাইমারি হেলথ কেয়ার বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন।