যোগ দিবস পালিত

যোগ দিবসের অনুষ্ঠানে অতিথিরা২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। ভারতীয় প্রাচীন এই যোগ অনুশীলন গত চার বছর ধরে বিশ্বজুড়ে পালিত হচ্ছে। বৃহস্পতিবার (২১ জুন) বাংলাদেশেও দিবসটি পালিত হয়। এদিন সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রায় ১০ হাজার মানুষ যোগ ব্যায়ামে অংশ নেন। বাংলাদেশ সরকারের সহযোগিতায় দিবসটি পালন করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন।

যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মানিত অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার ও যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। স্বাগত বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভিয়েতনাম, নেপাল, ভুটান, মালদ্বীপ, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তার মাধ্যমে উদ্বোধন হয় আন্তর্জাতিক যোগ দিবস। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনুষ্ঠান উপলক্ষে বার্তা পাঠান।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ ব্যায়ামকে নতুন মাত্রা দিয়েছেন, পরে তা বাংলাদেশেও চলে এসেছে ভারতীয় দূতাবাসের মাধ্যমে। আজকে তরুণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে যোগ ব্যায়ামে যোগ দিয়েছে। যোগ ব্যায়াম করলে শরীর ও মন ভালো থাকবে। টেনশন দূর হবে। ঈর্ষাকাতরতা থাকবে না। মানসিক যন্ত্রণা দূর হবে।’

যোগ দিবসের অনুষ্ঠানভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘যোগ ব্যায়াম মানুষের শরীর সুস্থ রাখতে বিশাল ভূমিকা রাখে। বাংলাদেশ তরুণদের দেশ, এখানকার মানুষ স্বতঃস্ফূর্ত। ভারতীয় হাইকমিশনের উদ্যোগে গত বছর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৫ হাজার মানুষ যোগ দিবসে অংশ নিয়েছিলেন।’

ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ক্রীড়া সংস্থা,  যোগ সংস্থা, স্কুল শিক্ষার্থী, বুদ্ধি প্রতিবন্ধী শিশু, ঢাকা ও ঢাকার বাইরের কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ স্কাউটস আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশগ্রহণ করে। সংস্কৃতি, ক্রীড়া এবং মিডিয়া জগতের অনেক তারকাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) ভারতীয় সংস্কৃতি বিষয়ক শিক্ষক মাম্পি দে সাধারণ যোগ নিয়মাবলি পরিচালনা করেন। আইজিসিসি ও ঢাকার বিভিন্ন যোগ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগাসন প্রদর্শন করেন। এর আগে ১২ জুন এ দিবসটি উদযাপন উপলক্ষে একটি মহড়া অনুষ্ঠিত হয়।

যোগ দিবসের অনুষ্ঠানরাজশাহী ও চট্টগ্রামের সহকারী হাইকমিশনের উদ্যোগেও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যোগ হলো প্রাচীন ভারতের এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বিধান। এই প্রথা ভারতে আজও প্রচলিত। ২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে।