সোহরাওয়ার্দী হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

সোহরাওর্দী হাসপাতালে আগুন লাগার পর রোগীদের নিচে নামিয়ে রাস্তার পাশে হয়েছেরাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ডিজি আলী আহমেদ। এর আগে বিকাল ৫টা ৫০ মিনিটে হাসপাতালটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আগুনে কেউ হতাহত হননি।’

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘আগুন নিভলেও এখনও ধোঁয়া আছে। নিরাপদে সব রোগীকে নামিয়ে আনা হয়েছে। প্রথমে আইসিইউ এর রোগী ও পর্যায়ক্রমে জরুরি রোগীসহ সব রোগীকে অন্যান্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।’

এদিকে আগুনের ঘটনায় হাসপাতালের পরিচালক উত্তম কুমারের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী ৩-৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে এসে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘হাসপাতালে এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ রোগী ছিল। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে আমরা যোগাযোগ করেছি। তারা পূর্ণ সহযোগিতা করেছে। এখন মাঠে কিছু রোগী আছে যাদের জরুরি ভিত্তিতে অন্য হাসপাতালে নেওয়া লাগেনি। তাদের মাঠেই সেবা দেওয়া হচ্ছে। এ রকম ২০০ থেকে ৩০০ বা আরও কম হতে পারে। যেহেতু সেন্ট্রাল মেডিক্যাল স্টোরেজে আগুন লেগেছিল, সেহেতু তাদের জন্য অন্যান্য ওষুধের স্টরেজ থেকে ওষুধ দেওয়া হয়েছে। ডাক্তার ও নার্সরা সেখানে কর্মরত আছে। এমনকি ইন্টার্নির শিক্ষার্থীরাও কাজ করছে। আগুন একেবারে নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিস শেষ পর্যায়ের নিরাপত্তা দিচ্ছে। গাইনি বিভাগ বা আশেপাশের কয়েকটি ওয়ার্ড ছাড়া বাকি ওয়ার্ডে রাতের মধ্যে মাঠে থাকা রোগী ফিরিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা বলে আশা করছি। আমাদের যে পরিমাণ ওষুধ আছে তা দিয়ে রাতসহ কালকের দিনও কেটে যাবে। আবার রোগীর স্বজনদের জানিয়ে দিচ্ছি, তারা যেন প্রয়োজনীয় ওষুধ বাইরে থেকে সংগ্রহ করে নেয়।

আরও পড়ুন...

সোহরাওয়ার্দী হাসপাতালের ভেতরে আর কোনও রোগী নেই