X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৪, ০৪:৩৯আপডেট : ১৯ মে ২০২৪, ০৪:৪০

রাজধানীর রামপুরার জামতলায় একটি বাসা থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় কাজী আরিফিন (২৭) নামে এক যুবককে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে আরিফিন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পেশায় আরেফিন গাড়িচালক ছিলেন। শনিবার (১৮ মে) ভোরে এ ঘটনাটি ঘটে।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমপির রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, মৃত আরিফিন ভোর রাত সাড়ে তিনটার দিকে তার শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। ঘটনাস্থল থেকে স্বজনরা আরিফিনকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায় সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলেও জানান এসআই।

মৃতের স্ত্রী মুরশিদা বেগম বলেন, তার স্বামী আরিফিন পেশায় রেন্ট-এ-কার চালক। সে কাউকে না জানিয়ে এক বছর আগে আরেকটি বিয়ে করেছে। রাতে বাসায় সাংসারিক বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া হয়। একপর্যায়ে রাত সাড়ে তিনটার দিকে আমাকে রুম থেকে বের করে দিয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

মৃত কাজী আরিফিন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তিনানী গ্রামের কাজী মতিউর রহমানের ছেলে। বর্তমানে ৭৮/১৬ জামতলা পূর্ব-রামপুরা পঞ্চম তলা বাড়ির তৃতীয় তলায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে এক মেয়ের জনক তিনি।

/এআইবি/কেএইচ/এমএস/
সম্পর্কিত
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন