রাজধানীর রামপুরার জামতলায় একটি বাসা থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় কাজী আরিফিন (২৭) নামে এক যুবককে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে আরিফিন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পেশায় আরেফিন গাড়িচালক ছিলেন। শনিবার (১৮ মে) ভোরে এ ঘটনাটি ঘটে।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিএমপির রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, মৃত আরিফিন ভোর রাত সাড়ে তিনটার দিকে তার শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। ঘটনাস্থল থেকে স্বজনরা আরিফিনকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে জানা যায় সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলেও জানান এসআই।
মৃতের স্ত্রী মুরশিদা বেগম বলেন, তার স্বামী আরিফিন পেশায় রেন্ট-এ-কার চালক। সে কাউকে না জানিয়ে এক বছর আগে আরেকটি বিয়ে করেছে। রাতে বাসায় সাংসারিক বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া হয়। একপর্যায়ে রাত সাড়ে তিনটার দিকে আমাকে রুম থেকে বের করে দিয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
মৃত কাজী আরিফিন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তিনানী গ্রামের কাজী মতিউর রহমানের ছেলে। বর্তমানে ৭৮/১৬ জামতলা পূর্ব-রামপুরা পঞ্চম তলা বাড়ির তৃতীয় তলায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে এক মেয়ের জনক তিনি।