১৯ বছরে নিপাহ ভাইরাসে মারা গেছে ২১১ জন

নিপাহ ভাইরাস১৯ বছরে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে মারা গেছে ২১১ জন। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ‘নিপাহ রোগ বিস্তাররোধে গণসচেতনতা; গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় একথা জানিয়েছে  রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আইইডিসিআর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘এ পর্যন্ত ৩০৩ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। এবছর দু’জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন।’

তিনি বলেন, ‘বাংলাদেশে নিপাহ ভাইরাস খেজুরের কাঁচা রস থেকে সংক্রামিত হচ্ছে। তাই খেজুরের রস ফুটিয়ে খেতে হবে।’

এছাড়া আলোচনায় অংশ নেন স্বাস্থ্য বিষয়ক রিপোর্টার শিশির মোড়ল, তৌফিক মারুফ, জান্নাতুল বাকেয়া কেকা, মনিরুজ্জামান উজ্জ্বল।