রেডিও থেরাপিস্টদের সরকারি নিয়োগের দাবি

সাধারণ মেডিক্যাল টেকনোলজিস্টদের সাধারণ সভানতুন জারিকৃত নিয়োগবিধিতে সাধারণ মেডিক্যাল টেকনোলজিস্টদের (রেডিও থেরাপিস্ট) অন্তর্ভুক্তি নেই। তাই নিয়োগবিধি সংশোধন করে তাদের নিয়োগের দাবি জানিয়েছে মেডিক্যাল টেকনোলজিস্টরা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে হলে আয়োজিত সাধারণ সভায় তারা এ দাবি জানায়।

তাদের দাবিগুলো হচ্ছে, নতুন জারি করা নিয়োগবিধি সংশোধন করে  রেডিও থেরাপিস্টদের নাম অন্তর্ভুক্ত করে শূন্যপদে অবিলম্বে নিয়োগ দিতে হবে,  মেডিকেল টেকনোলজিস্টদের বেকার সমস্যার সমাধানের জন্য বাংলাদেশের প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে নতুন পদ সৃষ্টি করা। উচ্চ শিক্ষার সুযোগ হিসেবে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ইন হেলথ টেকনোলজি রেডিওথেরাপি কোর্স চালু করা, সরকারি হাসপাতালগুলোর মতো বেসরকারি হাসপাতালগুলোয় রেডিও থেরাপিস্টদের জন্য রেডিয়েশন ঝুঁকি ভাতা চালু করাসহ বে কয়েকটি দাবি জানায় তারা।

রেডিও থেরাপিস্টদের কেন্দ্রীয় সংগঠনের সভাপতি রঞ্জন দাসের সভাপতিত্বে ও মামুনুর রশিদ এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এই সময় সংগঠনটি অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।