২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১৩ শতাংশ কমেছে

ডেঙ্গু রোগী (ফাইল ছবি)গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১৩ শতাংশ কমেছে। সেপ্টেম্বর মাসের শুরু থেকেই হাসপাতালগুলোতে নতুন ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা লক্ষ্যণীয়ভাবে কমে এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আরও জানিয়েছে, ২৪ ঘণ্টায় (১৭ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে নতুন ৫৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ১৭৫ জন। ঢাকার বাইরে ৩৬১জন। আর হাসপাতাল ছেড়েছেন ৬৬১ জন। এরমধ্যে ঢাকায় ২৪১ জন ও ঢাকার বাইরে ৪২০ জন। 

কন্ট্রোল রুম জানায়, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৮২ হাজার ৯৯০ জন। এরমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ৬৩০ জন। অর্থাৎ ৯৭ শতাংশ রোগী বাড়ি ফিরেছেন।  

সারাদেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৩৬০ জন। এরমধ্যে ঢাকার ভেতরে ৯২৭ ও ঢাকার বাইরে ১ হাজার ৪৩৩ জন।