নতুন ৪ জেলায় করোনা

করোনাভাইরাসদেশে নতুন করে চার জেলায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। নতুন এই চার জেলা হচ্ছে- ঠাকুরগাঁও, লক্ষ্মীপুর, লালমনিরহাট ও ঝালকাঠি। এখন পর্যন্ত দেশের ৩৪ জেলায় করোনা শনাক্ত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানান আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

করোনা পরিস্থিতিতে সবাইকে ভ্রমণের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, 'নতুন করে সংযোজিত জেলায় যারা শনাক্ত হয়েছেন তারা সবাই বাইরে থেকে সেখানে গিয়েছেন। তার গত এক সপ্তাহের মধ্যে ঢাকা অথবা নারায়ণগঞ্জ থেকে ওইসব এলাকায় গিয়েছেন। সেই জন্যই আমরা বারবার সতর্ক করছি এই সময় আপনারা ভ্রমণ করবেন না। এতে করোনা সংক্রমণ ঝুঁকি বাড়ে।'

এই সময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩৯ জন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যায় ঢাকায় রয়েছে ৬২ জন এবং ঢাকার বাইরে অন্যান্য এলাকায় বাকিরা অবস্থান করছেন।

প্রসঙ্গত, আইইডিসিআর এর আগে ঢাকা ও নারায়ণগঞ্জের বিষয়ে সতর্ক করেন। নারায়ণগঞ্জ জেলায় ক্লাস্টার বা করোনা সংক্রমণ বিশেষ স্থল থাকার বিষয়ে সতর্ক করেন। এছাড়া ইতোমধ্যে গোপালগঞ্জ, হবিগঞ্জ, গাইবান্ধা, শেরপুরসহ বিভিন্ন এলাকায় নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তিরা করোনা শনাক্ত হন। করোনায় আক্রন্ত হয়ে এখন পর্যন্ত দেশে ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং মোট শনাক্ত হয়েছেন ৬২১ জন।