করোনা রোগীদের জন্য বিএসএমএমইউ’র ফিভার ক্লিনিকে ১০০ বেড চালু

দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে বঙ্গবন্ধু শেখ ‍মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিভার ক্লিনিকে ১০০ বেড চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ও আক্রান্ত রোগীর মৃত্যু সবই বৃদ্ধি পেয়েছে। করোনা আক্রান্ত রোগীদেরকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসাসেবা প্রদান বিরাট চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রোগীদের সামাল দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে।

এ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ফিভার ক্লিনিকে করোনা ইউনিট চালুর উদ্যোগ নিয়েছেন। প্রাথমিকভাবে ৫০টি বেড নিয়ে করোনা ইউনিটের রোগী ভর্তি করা শুরু হবে জানিয়ে বলা হয়, পরবর্তীতে আরও ৫০টি শয্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

বর্তমানে কেবিন ব্লকে ২০০টি শয্যায় ও ২০টি আইসিইউ চালু রয়েছে। কেবিন ব্লকের করোনা ইউনিটের ইতোমধ্যে ২০টি কেবিন বৃদ্ধি করা হয়েছে। আইসিইউ বেড আরও ১০টি বৃদ্ধি করা হবে। অর্থাৎ কোভিড-১৯ এর সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে ১৫০টি করোনা বেড, ১০টি আইসিইউ বেড এবং ২০টি কেবিন বৃদ্ধি করা হবে ।