প্রথম দিন চীনা টিকায় কারও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি  

দেশে চীনের উপহার দেওয়া  সিনোফার্মের তৈরি  করোনা টিকার প্রয়োগ শুরু হয়েছে আজ  (মঙ্গলবার, ২৫ মে)। ঢাকার চারটি সরকারি মেডিক্যাল কলেজের ৫০১ জন শিক্ষার্থীকে প্রয়োগ করা হয়েছে এই টিকা। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এই ৫০১ জনের কারও কোনও ধরনের  পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।

টিকা দেওয়া চারটি সরকারি মেডিক্যাল কলেজ হচ্ছে—  ঢাকা মেডিক্যাল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, মুগদা মেডিক্যাল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী,  সিনোফার্মের এই টিকার প্রথম ডোজ গ্রহণকারী ৫০১ জনের মধ্যে পুরুষ ২৪৬ জন এবং নারী ২৫৫ জন। এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজে ১৭১ জন,  শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে ১৩০ জন,  মুগদা মেডিক্যাল কলেজে ৪৩ জন এবং  স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ১৫৭ জন এই টিকা নিয়েছেন।

মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী অন্যন্যা সালাম সমতা প্রথম এই টিকা নেন। টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এই টিকা প্রয়োগের মাধ্যমে চীন সরকারের উপহার হিসেবে আসা সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা প্রয়োগের কার্যক্রম শুরু হলো। মেডিক্যাল শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিক্যাল টেকনোলজিস্ট শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হচ্ছে। টিকা গ্রহীতা শিক্ষার্থীদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।