চীনা টিকা নিলেন ২১৬২ জন

চীন থেকে আসা সিনোফার্মের টিকা নিয়েছেন দুই হাজার ১৬২ জন। এদের মধ্যে ৫০১ জন বাংলাদেশি মেডিক্যাল শিক্ষার্থী। বাকিরা চীনের নাগরিক। এদের কারও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মোট টিকা নেওয়া দুই হাজার ১৬২ জনের মধ্যে পুরুষ এক হাজার ৫৮৮ জন আর নারী ৫৭৪ জন।

বৃহস্পতিবার (৩ জুন)  স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি চীনের সিনোফার্ম বিষয়ক এ তথ্য জানায়। দেশের চারটি মেডিক্যাল কলেজ হাসপাতালে এ টিকাদান কর্মসূচি চলছে।

প্রসঙ্গত, গত ২৫ মে ঢাকা মেডিক্যাল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী অনন্যা সালাম সমতাকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে সিনোফার্মের এ টিকা প্রয়োগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সেদিন এই কলেজের ১৭১ জন চীনের উদ্ভাবিত এই টিকা নেন।

এছাড়া মুগদা মেডিক্যাল কলেজের ৪৩, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ১৫৭ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ১৩০ শিক্ষার্থীকে সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে। এদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপর থেকে চীনা নাগরিকদের এই টিকা দেওয়া হচ্ছে।