ঢাকার সরকারি বড় ৫ হাসপাতালেই আইসিইউ ফাঁকা নেই

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৪ জন। আর একদিনে শনাক্ত হয়েছেন নয় হাজার ৯৬৪ জন। মহামারিকালে একদিনে এত মৃত্যু আর এত শনাক্তের এই রেকর্ড আগে বাংলাদেশে আর হয়নি। রোগী শনাক্তের এই ঊর্ধ্বগতি এবং মৃত্যুর মধ্যে স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, রাজধানী ঢাকার সরকারি বড় পাঁচ হাসপাতালেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ফাঁকা নেই।

অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজধানী ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ বেড আর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেডের সবক’টি রোগীভর্তি।

অর্থাৎ সরকারি বড় এই পাঁচ হাসপাতালের করোনা রোগীদের জন্য ডেডিকেটেড ৯০ আইসিইউ বেডের একটিও ফাঁকা নেই।

ঢাকার অন্য হাসপাতালগুলোতে আইসিইউর সংখ্যা কমছে, অর্থাৎ আইসিইউতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছে। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেডের মধ্যে ফাঁকা রয়েছে একটি, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেডের মধ্যে একটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে পাঁচটি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে দুটি, টিবি হাসপাতালের পাঁচ বেডের মধ্যে তিনটি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের পাঁচটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের একটি আর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের ২১২ বেডের মধ্যে মাত্র ৮৫টি বেড ফাঁকা রয়েছে।

করোনা রোগীদের জন্য রাজধানী ঢাকার ডেডিকেটেড ১৬টি হাসপাতালে আইসিইউ বেড রয়েছে ৩২৪টি। এরমধ্যে এখন ফাঁকা রয়েছে মাত্র ১০৩টি।