ওমর ফারুকের ‘মানসিক সুস্থতা’ পরীক্ষা করবে বিএসএমএমইউ

তিন ডোজ টিকা নেওয়ার দাবি করা সৌদি প্রবাসী ওমর ফারুককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (হাসপাতাল) চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, বিএসএমএমইউ’র টিকাদান কেন্দ্রে একদিনেই তিন ডোজ নেওয়া দাবি করা ওমর ফারুককে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

সেই রোগী কোথায়- জানতে চাইলে ব্রিগেডিয়ার নজরুল বলেন, ‘আমাদের এখানেই আছেন। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি।’ 

ওমর ফারুককে আসলেই তিন ডোজ টিকা দেওয়া হয়েছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রথমেই নিশ্চিত করছি তিন ডোজ টিকা একই সময়ে একই ব্যক্তিকে দেওয়া হয়নি। তারপরও যেহেতু নিউজ হয়েছে, গতকাল সন্ধ্যার পরে র‌্যাব বোধহয় তার (দাবি করা ব্যক্তি) সন্ধান পেয়ে হাসপাতালে ভর্তি করেছে। সকালে আমি এবং ভিসি মহোদয় তার সঙ্গে কথা বললাম। আমাদের ডকুমেন্টস দেখলাম। যেহেতু নিউজ হয়েছে, তাই ভ্যারিফাই করা দরকার। আদৌ হয়েছে কিনা! কিন্তু আমাদের যে সিস্টেম, এটা কোনোভাবেই হওয়ার কোনও সুযোগ নেই।’

‘একই লোককে যদি একাধিকবার ভ্যাকসিন দেওয়া হয়, সে শিক্ষিত বা মূর্খ যা-ই হোক; সে তো বলবে একবার নিয়েছি? এটা তো খাওয়ার বিষয় নয় যে প্লেট নিয়ে খেয়ে ফেললাম। তারপরও যেহেতু দাবি করা হচ্ছে, আমাদের পক্ষ থেকে যা যা করার করছি। কনফার্ম হলাম, এটা কোনোভাবেই দেওয়া হয়নি। দ্ব্যর্থহীনভাবেই একথাটি বলতে চাই’- যোগ করেন তিনি।

ব্রিগেডিয়ার নজরুল বলেন, ‘‘এক ডোজ টিকা নেওয়ার পর কেন সেটা বলেননি- প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘আমি বুঝতে পারিনি’। সে মেন্টালি সাউন্ড কিনা- এটা আমাদের দেখার বিষয় বলে মনে হলো। এজন্য তিনি মানসিকভাবে সুস্থ (সাইক্রিয়েটিক ইভালোয়েশন) কিনা সেটা পরীক্ষা করবো। ইতোমধ্যে একটি বোর্ড করা হয়েছে।’’ 

তিনি আরও বলেন, ‘ওমর ফারুক ভালো আছেন, আমাদের কাছে আছে ভর্তি আছেন এবং সুস্থ আছেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে ছেড়ে দেবো। এরপর তিনি তার গন্তব্যে চলে যাবেন।’