অনুমোদন পেলো বুয়েট উদ্ভাবিত অক্সিজেট

কোভিড রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৈরি ‘অক্সিজেট’ ডিভাইসটি প্রাথমিকভাবে ২০০ ইউনিট উৎপাদনের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

ঔষধ প্রশাসন অধিদফতরের মুখপাত্র মো. সালাউদ্দিন এবং ডিভাইসটির উদ্ভাবক বুয়েট শিক্ষক ড. তওফিক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. সালাউদ্দিন বলেন, "ডিভাইসটিকে জরুরি অবস্থা বিবেচনা করে প্রাথমিকভাবে ২০০ ইউনিট উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো ব্যবহারের পর যন্ত্রটি ঠিকমতো কাজ করছে কিনা, কোনও পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা এবং ডিভাইসটি আরও উন্নত করা যায় কিনা- এ বিষয়গুলো দেখে পরে আরও বাড়ানো হবে।"

উদ্ভাবক তওফিক হাসান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে বলেন, ''ঔষধ প্রশাসন অধিদফতর বুয়েটকে আপাতত ২০০ ইউনিট "অক্সিজেট" সিপ্যাপ যন্ত্র তৈরি ও ব্যবহারের অনুমোদন দিয়েছে। করোনার এই পরিস্থিতিতে ঔষধ প্রশাসন অধিদফতরকে দ্রুততম সময়ে এই অনুমোদন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।"