ঢাকা মেডিক্যালে নির্মাণ হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের পেছনে কর্তৃপক্ষের দেওয়া জায়গায় অক্সিজেন প্ল্যান্টের নির্মাণ কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ কাজ শেষ হলে কেটে যাবে ঢাকা মেডিক্যালের অক্সিজেন সংকট।

মঙ্গলবার (২৪ আগস্ট) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘ভারতের দেওয়া অর্থায়নে নির্মিত হতে যাচ্ছে অক্সিজেন প্ল্যান্ট। এটা তৈরি হলে করোনাকালীন অক্সিজেন সংকট কাটাতে বিশেষ ভূমিকা রাখবে।’  তিনি বলেন, এ প্ল্যান্ট থেকে ওয়ার্ডগুলোতে সরাসরি প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা হবে।’ 

তিনি আরও বলেন, ‘এ অক্সিজেন প্ল্যান্টের পাশেই এডিবির অর্থায়নে  নির্মিত হবে ৫০ বেডের আইসোলেশন ওর্য়াড। শুধু তাই নয়, এডিবির অর্থায়নে এরপর ‘ঢামেক হাসপাতাল- টু’ এর নতুন ভবনের পঞ্চম তলায় নির্মাণ করা হবে ১৫ বেডের আইসিইউ।’

ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, আমাদের প্লান রয়েছে— সেখানে ৩০টি বেড করা হবে। এতে করে আইসিইউর সংকট কিছুটা হলেও লাঘব হবে।’

জানা গেছে, করোনা পরিস্থিতিকে মাথায় রেখে আরও  কিছু পরিবর্তন ও উন্নয়নের কাজে হাত দিয়েছে ঢামেক কর্তৃপক্ষ। হাসপাতালটির ভারপ্রাপ্ত উপপরিচালক আশরাফুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ঢামেকের নতুন ভবনে মেডিসিন বিভাগ রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সেটি বন্ধ রেখে করোনা ইউনিট করা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসলে ভবিষ্যতে আবারও মেডিসিন রোগীদের চিকিৎসা এখানে শুরু হবে।’

তিনি বলেন,  ‘ঢাকা মেডিক্যালে বর্তমানে ২৬০০ বেড রয়েছে। স্বাভাবিক সময়ে এখানে রোগী ভর্তি থাকে তিন থেকে সাড়ে তিন হাজার। বর্তমানে কেবল করোনা রোগী ভর্তি আছে আটশো।’

আশরাফুল আলম  জানান, বর্তমানে এই হাসপাতালের আইসিইউতে নতুন ও পুরান মিলিয়ে  জেনারেল রোগীদের জন্য ৩২টি,  করোনা রোগীর জন্য ৩৩টিসহ প্রায় ৭০টি বেড রয়েছে। তবে এডিবির অর্থায়নে আরও ১৫টি আইসিইউ বেড হতে যাচ্ছে।’ তিনি বলেন, ‘এত বড় একটি হাসপাতালে একশ’টি বেড থাকা অপ্রতুল।’