গণটিকার আওতায় দ্বিতীয় ডোজের তৃতীয় দিন ছিল আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর)। এদিন দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৯ লাখ ৬৭ হাজার ১১৪ ডোজ টিকা। যার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৯৪ হাজার ২৫৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৮৫৯ জনকে।
এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৫১৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৫২ লাখ ২২ হাজার ২১৫ ডোজ টিকা মজুত আছে। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৪ লাখ ৩৭ হাজার ১১৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ৪০১ জন।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ২ হাজার ৬৯৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ হাজার ৪৭৮ জনকে।
পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ কাউকে দেওয়া হয়নি।
এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৯১ হাজার ৫৬১ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৩৩৮ জন।
মডার্নার টিকা আজ প্রথম ডোজ দেওয়া কাউকে দেওয়া হয়নি। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ২১ হাজার ৪৩ জনকে।
এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৫ লাখ ২৬ হাজার ৬৯০ জন।