চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ৯৪১১ স্বাস্থ্যকর্মী 

করোনা মহামারিতে চিকিৎসকসহ অন্যান্য সব স্বাস্থ্যকর্মী মিলিয়ে নয় হাজার ৪১১ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

শনিবার (১১ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নয় হাজার ৪১১ জনের মধ্যে চিকিৎসক আক্রান্ত হয়েছেন তিন হাজার ১১৪ জন, নার্স আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৭৬ জন আর অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন চার হাজার ২১ জন।