সাড়ে ৫ লাখ টিকা দেওয়া হয়েছে আজ

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এরমধ্যে ৩ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৬০৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ১ কোটি ২২ লাখ ৬৯ হাজার ৪৭৩ ডোজ  টিকা মজুত আছে। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫৬৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৪৮ লাখ ২০ হাজার ৪৪২ জন। আর আজ দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৯৭৫ ডোজ টিকা।  

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন। রবিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ হাজার ২১১ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৬৬ জনকে। 

তবে আজ ফাইজারের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ কাউকে দেওয়া হয়নি।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ৩৫ হাজার ৩১১ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৫ হাজার ৩৩৩ জন।  

মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন ১ হাজার ৪৩৮ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৯ হাজার ১৬ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ১৫০ জন।