ঢাকার হাসপাতালে আরও ১২৪ ডেঙ্গু রোগী ভর্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৬ জন। এরমধ্যে ঢাকায় ১২৪ জন এবং ঢাকার বাইরে ২২ জন ভর্তি হয়েছেন। তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন।

সোমবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকায়ই আছেন ৬০৬ জন। বাকি ১৫০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত ২৩ হাজার ৮০১ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২২ হাজার ৯৫৪ জন।