ডেঙ্গুতে আরও দুই মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৭৭ জন। এরমধ্যে ঢাকায় ১৩১ জন এবং ঢাকার বাইরে ৪৬ জন নতুন রোগী ভর্তি হয়েছে। তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯৪ জন, যার মধ্যে দুই জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন।

বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭২২ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছে ৫৭০ জন, আর বাকি ১৫২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ২৪ হাজার ১২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৩ হাজার ৩০৪ জন।