ডেঙ্গু আক্রান্ত আরও ১১ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৭ জন এবং ঢাকার বাইরে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। নতুন বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যাননি, তবে আক্রান্ত হয়েছেন ১৫ জন।

রবিবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য  জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৪ জন রোগী আছেন। এরমধ্যে ঢাকাতে আছেন ৩২ জন, আর বাকি ৩২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৪৯ জন।