আরও সাত ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা সাত জন। তাদের পাঁচ জনই ঢাকার। এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১৫ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যাননি।

বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ঢাকাতেই আছেন ১৯ জন। বাকি ৯ জন অন্য বিভাগের।

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১১৫ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৮৭ জন।