১০ কোটির মাইলফলক ছোঁয়া হলো না আজ

স্বাস্থ্য অধিদফতর আশা করেছিল আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) প্রথম ডোজ টিকা গ্রহণকারীর সংখ্যা ১০ কোটি ছোঁবে। রবিবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে এই আশা প্রকাশ করেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তবে আজ সেই মাইলফলক ছোঁয়া হয়নি। অধিদফতরের পাঠানো তথ্য বলছে, আজ দেশে ২ লাখ ৫ হাজার ৬৩১ ডোজ টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ৭৩৮ জনকে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এই দিন দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ লাখ ৩৬ হাজার ৯১২ জনকে। এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে মোট ৬ কোটি ৫১ লাখ ৪৫ হাজার ৪৪৭ জনকে।

দেওয়া হয়েছে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার ও মডার্নার টিকা।

গত বছরের ২৭ জানুয়ারি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের টিকা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়।