২৪ ঘণ্টায় কোনও ডেঙ্গু রোগী পাওয়া যায়নি 

গত ২৪ ঘণ্টায় নতুন কোনও ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি। এছাড়া চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যায়নি। ফেব্রুয়ারি মাসে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়,সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে কেবল ঢাকায়  একজন রোগী ভর্তি আছেন। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৩৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৩২ জন।