দুই বছরে করোনার সর্বোচ্চ-সর্বনিম্ন

দেশে করোনা মহামারির দুই বছর হলো আজ ৮ মার্চ। ২০২০ সালের এ দিন দেশে তিন জন করোনা আক্রান্ত রোগীর খবর জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। ১০ দিন পর জানা যায় প্রথম মৃত্যুর কথা।

 

শনাক্ত ৪৪৬, মৃত্যু ৭

 

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত করোনার মোট পরীক্ষা হয়েছে ৩২ লাখ ২৭ হাজার ৫৯৮টি। মোট শনাক্ত পাঁচ লাখ ১৩ হাজার ৫১০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন চার লাখ ৫৭ হাজার ৪৫৯ জন। শনাক্তের প্রথম বছরে মারা গেছেন সাত হাজার ৫৫৯ জন।

 

২০২১

মাস

নমুনা পরীক্ষা

শনাক্ত

সুস্থ

মৃত্যু

জানুয়ারি

৪,২৪,১২৪

২১,৬২৯

২২,২৮৫

৫৬৮

ফেব্রুয়ারি

৩,৯২,৩০৫

১১,০৭৭

১৭,১৮০

২৮১

মার্চ

৬,২৬,৫৪৯

৬৫,০০৭

৪৫,৪৭৫

৬৩৮

এপ্রিল

৭,৯৯,১২৮

১,৪৭,৮৩৭

১,৩৯,০২৭

২,৪০৪

মে

৪,৭৭,৮০৯

৪১,৪০৮

৫৮,৯৪৬

১,১৬৯

জুন

৬,৬১,৪১৪

১,১২,৭১৮

৭৫,৮৭৮

১,৮৮৪

জুলাই

১১,৩১,৯৬৭

৩,৩৬,২২৬

২,৬১,৯৬২

৬,১৮২

আগস্ট

১১,৮৭,৪৫১

২,৫১,১৩৪

৩,৪৭,৭৭৩

৫,৫১০

সেপ্টেম্বর

৮,০২,৯৪৬

৫৫,২৯৩

৮৯,৯৫৬

১,৩১৫

অক্টোবর

৬,১৮,৫৭৯

১৩,৬২৮

১৭,৪৮২

৩৫৮

নভেম্বর

৫,৩৮,৮৮১

৬,৭৪৫

৭,৫৪২

১১৩

ডিসেম্বর

৬,০২,৭৩৭

৯,২৫৫

৮,১৩৬

৯১

 

২০২২

মাস

নমুনা পরীক্ষা

শনাক্ত

সুস্থ

মৃত্যু

জানুয়ারি

৯,৮৭,১৯৪

২,১৩,২৯৪

১৯,১১২

৩২২

ফেব্রুয়ারি

৯,২২,৬৫৭

১,৪৪,৭৪৪

২,৪৬,৪৫২

৬৪৩

১-৭ মার্চ

১,৪৫,৬১১

৪,১২৫

৩২,২১৯

৫২

 

এর মধ্যে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের সময়। গত বছরের ২৮ জুলাই— ১৬ হাজার ২৩০ জন, মৃত্যুও ডেল্টার সময় সর্বোচ্চ। গত বছরের ৫ এবং ১০ আগস্টে একদিনে ২৬৪ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

তবে শনাক্তের হারে ডেল্টাকে ছাড়িয়ে যায় ওমিক্রন। চলতি বছরের ২৮ জানুয়ারিতে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের হার জানানো হয়, সেদিন ছিল ৩৩ দশমিক ৩৭ শতাংশ।