শুরু হচ্ছে কলেরার মুখে খাওয়ার টিকা কার্যক্রম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘কলেরার মুখে খাওয়ার টিকা কার্যক্রম উদ্বোধন করবো ২৬ জুন থেকে। সেই অনুযায়ী কাজ চলছে।’

মঙ্গলবার (১৪ জুন) মহাখালীর আইসিডিডিআর,বিতে এক অনুষ্ঠান শেষে এই তথ্য জানান মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, কলেরার টিকা খুবই কার্যকর। যেসব জায়গায় কলেরার টিকা দেওয়া হয়েছিল সেখানে এর প্রকোপ খুব একটা দেখা দেয়নি। এমনকি রোহিঙ্গাদেরও এ টিকা দেওয়া হয়েছে। সেখানেও একই ফল পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল বাশার মো. খুরশীদ আলম জানান, রাজধানীর দক্ষিণখান থেকে টিকা কার্যক্রম শুরু হবে। টিকাকেন্দ্রে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে। যারা আসবে তাদেরকেই দেওয়া হবে। টিকা দেওয়ার পর প্রত্যেকেই টিকা কার্ড পাবে।

আইসিডিডিআর,বি’র ভারপ্রাপ্ত সিনিয়র পরিচালক অধ্যাপক ডা ফেরদৌস কাদরী জানান, এই টিকা আন্তর্জাতিক সংস্থা গ্যাভির কাছ থেকে নেওয়া। আমাদের দেশেও একটি রেজিস্টার্ড টিকা আছে। তবে সেটা এবার দেওয়া হবে না।