১০ দিনে ৭৫০ ডেঙ্গু রোগী ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে রোগী ভর্তি হয়েছেন ৯২ জন। তাদের ৭৩ জন ঢাকার এবং ঢাকার বাইরের ১৯ জন। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৫ জন। আর আগস্টের ১০ তারিখ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৪৮ জন।

বুধবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছে ২৯৭ জন, বাকি ৭২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আগস্টের ১০ তারিখ পর্যন্ত ৩ হাজার ৪০৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩ হাজার ২৪ জন।