হাসপাতালে আরও ৫৩ ডেঙ্গু রোগী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫০ জন ঢাকায় এবং ঢাকার বাইরে তিন জন।

শুক্রবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৪৬ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন ২৭৪ জন, আর বাকি ৭২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। 

চলতি বছর এখন পর্যন্ত ৩ হাজার ৫৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ছাড়া পেয়েছেন ৩ হাজার ১৮৯ জন। আর এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৬ জন।