ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ৬০৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৬০৬ জন এবং ৪ জন মারা গেছেন। সোমবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৩৪ জন। নভেম্বর মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৮৯ জন ঢাকার এবং ঢাকার বাইরের ৩১৭ জন। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৩৫১ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন ১ হাজার ২৫৮ জন, আর বাকি ১ হাজার ৯৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগের। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫৩ হাজার ৪১৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫০ হাজার ৮২৮ জন।