ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন ভর্তি ৪৭৭

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৭৭ জন এবং ৩ জন মারা গেছেন। বুধবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও চলতি বছরে নভেম্বর মাসে এপর্যন্ত ১৬ হাজার ৩৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৬২ জন ঢাকার এবং ঢাকার বাইরের ২১৫ জন। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৮২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ১ হাজার ১৭৫ জন, আর বাকি ৯০৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫৪ হাজার ৪০৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫২ হাজার ৮৩ জন।