শিশু মাইশার মৃত্যু: আলম মেমোরিয়াল হাসপাতাল বন্ধ করলো স্বাস্থ্য অধিদফতর

সম্প্রতি রাজধানীর মিরপুরের আলম মেমোরিয়াল হাসপাতালে হাতের অস্ত্রোপচার করাতে গিয়ে মারা গেছে  কুড়িগ্রামের পাঁচ বছরের শিশু মাইশা। অনিবন্ধিত হওয়ায় তদন্ত শেষে হাসপাতালটি বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রবিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার ভারপ্রাপ্ত পরিচালক ডা. শেখ দাউদ আদনানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অধিদফতরের পরিদর্শন কার্যক্রমের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আলম মেমোরিয়াল হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি নিয়ম অনুযায়ী নিবন্ধিত নয়, যা সম্পূর্ণ বেআইনি। এছাড়া পরিদর্শন দল প্রতিষ্ঠানে কর্মরতদের মৌখিকভাবে এই অবৈধ কাজ তথা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশনা দিয়েছেন। পরিদর্শন শেষে লিখিতভাবেও এই অবৈধ প্রক্রিয়ায় স্বাস্থ্যসেবা প্রদান করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।’

এ বিষয়ে জানতে চাইলে রবিবার রাতে আলম মেমোরিয়াল হাসপাতালের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জিকরুল্লাহ স্বপন হাসপাতাল সিলগালার বিষয়টি অস্বীকার করেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আগের ম্যানেজমেন্টকে স্বাস্থ্য অধিদফতর থেকে নোটিশ দিয়েছে কার্যক্রম বন্ধ রাখার জন্য। কারণ, আগের ম্যানেজমেন্ট কোনও আইন-কানুন না মেনেই হাসপাতাল চালাচ্ছিল।’

এমডি বলেন, ‘আমি স্বাস্থ্য অধিদফতরে কথা বলেছি। সোমবার ব্যাংকের মাধ্যমে নিবন্ধন ফি জমা দেবো। এছাড়া ওই দুর্ঘটনা ঘটার পর ১ ডিসেম্বর থেকে হাসপাতালের কার্যক্রম বন্ধ রেখেছি।’

শিশু মাইশার মৃত্যুর বিষয়ে জানতে অপারেশনের সঙ্গে সংশ্লিষ্ট ডাক্তার আহসান হাবীব ও ডা. শরিফুল ইসলামসহ কয়েঢকজনকে স্বাস্থ্য অধিদফতরে থেকে সোমবার তলব করা হয়েছে। এ বিষয়ে তারা কালকে অধিদফতরে তাদের কথা তুলে ধরবেন বলে জানিয়েছেন এমডি জিকরুল্লাহ স্বপন।

আরও পড়ুন:

আঙুলের অপারেশন করতে গিয়ে মৃত্যু: হাসপাতালে কী হয়েছিল মাইশার সঙ্গে?