বদলি, পদোন্নতি ও নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কতা জারি করেছে। বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, আমরা বিশেষভাবে জানতে পেরেছি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর পরিচয়ে সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ডাক্তার, নার্সসহ বিভিন্ন পদের বদলি, পদোন্নতি ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রতারকচক্র মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করছে এবং আর্থিক লেনদেনের প্রস্তাব দিচ্ছে। ইতোমধ্যে এ সংক্রান্ত কয়েকটি ঘটনা মন্ত্রণালয়ের নজরে এসেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগে বদলি, পদোন্নতি ও নিয়োগ সুনির্দিষ্ট বিধিবিধান ও প্রশাসনিক প্রক্রিয়ায় যথাযথ নিয়ম মোতাবেক পরিচালনা করা হচ্ছে। এখানে কোনও আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। প্রতারকচক্রের প্রলোভনে পড়ে এ ধরনের লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। বদলি, পদোন্নতি ও নিয়োগ যেকোন বিষয়ে আর্থিক লেনদেনের প্রস্তাব প্রদানকারী বা লেনদেনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।