গত সপ্তাহে করোনাতে মারা যাওয়াদের ৮২ শতাংশই টিকা নেননি

গত সপ্তাহে (১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর) পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ জন। তাদের মধ্যে ৪১ জন পুরুষ, নারী ৩৯ জন। তাদের ৮২ দশমিক পাঁচ শতাংশই করোনা ভাইরাসের টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ সোমবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে পুরুষ ও নারী মৃত্যুহার যথাক্রমে ৫১ দশমিক তিন শতাংশ আর নারী মৃত্যুর হার ৪৮ দশমিক আট শতাংশ। তবে মারা যাওয়া নারীদের মধ্যে গর্ভবতী কোনও নারী ছিলেন না।

তাদের মধ্যে বয়স বিবেচনায় সবচেয়ে বেশি মারা গেছেন ৬১ থেকে ৭০ বছর বয়সীরা - ৩৩ দশমিক আট শতাংশ। এরপর রয়েছে ৫১ থেকে ৬০ বছর বয়সীরা ‑ ২০ শতাংশ।

আর ৭১ থেকে ৮০ বছর বয়সীদের মৃত্যুর হার ১৩ দশমিক আট শতাংশ,  ৪১ থেকে ৫০ বছর বয়সীদের মৃত্যুহার ১৫ শতাংশ, ৮১ থেকে ৯০ বছর বয়সীদের মৃত্যুহার ১১ দশমিক তিন শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সীদের মৃত্যুহার দুই দশমিক পাঁচ শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সীদের মৃত্যুহার এক দশমিক তিন শতাংশ, ৯১ থেকে ১০০ বছর এক দশমিক তিন শতাংশ, শূন্য থেকে ১০ বছর বয়সীদের মৃত্যু হার এক দশমিক তিন শতাংশ।

আর ১০০ বছরের ঊর্ধ্বে গত সপ্তাহে কারও মৃত্যু হয়নি।

অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে যে ৮০ জন মারা গেছেন তাদের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন ১৭ দশমিক পাঁচ শতাংশ আর টিকা নেননি ৮২ দশমিক পাঁচ শতাংশ।