লাখ ছাড়ালো বুস্টার ডোজ গ্রহণকারীর সংখ্যা

করোনা প্রতিরোধে দেশে গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে টিকার বুস্টার ডোজের কার্যক্রম। এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৭৪০ জন মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। রবিবার রাজধানীসহ সারাদেশে বুস্টার ডোজ নিয়েছেন ৩৭ হাজার ৬৭৫ জন০। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য থেকে এসব জানা গেছে।

গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতর ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, ঢাকা মহানগরীতে ১১ হাজার ৪৬৬ জনসহ ঢাকা বিভাগে ১৬ হাজার ৭৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৫১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৪২৭ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ৮৬১ জন, রংপুর বিভাগে ৫ হাজার ৩৫০ জন, খুলনা বিভাগে ৬ হাজার ৩৫৯ জন, বরিশাল বিভাগে ৯৯৩ জন এবং সিলেট বিভাগে ১ হাজার ৪২২ জন বুস্টার ডোজ নিয়েছেন।