করোনায় ৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৩৪৬ জন। এর আগে বৃহস্পতিবার শনাক্ত হয়েছেন ৪৪৫ জন।  দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৩৯৩ জন এবং মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জন।

শুক্রবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০টি নমুনায় শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮৬ জন এবং এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ৭২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৮১০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৮৪০টি। এ পর্যন্ত এক কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও  জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৭ দশমিক ১৫ শতাংশ এবং এ পর্যন্ত ১৩ দশমিক ৬০ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ১১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১ জন পুরুষ এবং ৩ জন নারী। তাদের মধ্যে দুই জন ঢাকায়, ১ জন সিলেটে এবং ১ জন ময়মনসিংহে অবস্থান করছিলেন।