জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিঙ্গাপুরে ৬ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠনের খবর প্রকাশ হয় শুক্রবার। এরপর একই অভিযোগে সিঙ্গাপুর থেকে ফিরে দেশে গ্রেফতার হওয়া ৫ জনের বিষয়ে জানতে চাইলে পুলিশ জানায়, তাদের বিরুদ্ধেও অভিযোগ পাওয়া গেছে।
সিঙ্গাপুর ফেরত ওই ৫ জন হলেন- মিজানুর রহমান ওরফে গালিব হাসান (৩৮), রাহা মিয়া পাইলট (২৯), আলমগীর হোসেন (২৯), তানজীমুল ইসলাম (২৪) ও মাসুদ রানা ওরফে সল্লু খান (৩১)। এদের গত ৩ মে রামপুরার বনশ্রী এলাকা থেকে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গ্রেফতার করে।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক মনসুর আলী আরিফ ওই পাঁচজনের বিরুদ্ধে রামপুরা থানার সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। এরপর তাদের ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ওই পাঁচ বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামের নামে সদস্য সংগ্রহ করছিলেন। তারা অর্থ সংগ্রহসহ বিভিন্ন নাশকতার পরিকল্পনাও করেছিলেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা সিঙ্গাপুরে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত ছিলেন। জিজ্ঞাসাবাদেও তারা এ ধরনের তথ্য দিয়েছেন। তারা জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামের নামে সদস্য সংগ্রহ করতেন।’
এই পাঁচজন ২০০৭ সালে শ্রমিক হিসেবে সিঙ্গাপুরে যাওয়ার আগে তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার কোনও অভিযোগ ছিল না। সেখানে গিয়ে তারা ‘র্যাডিকেলাইজড’ হয়েছেন বলে পুলিশের দাবি।
গত এপ্রিলে সিঙ্গাপুরে জঙ্গি সন্দেহে আরও আট বাংলাদেশিকে গ্রেফতারের খবর দিয়ে দেশটির গণমাধ্যমগুলো মঙ্গলবার জানায়, ওই বাংলাদেশিরা ‘ইসলামিক স্টেট ইন বাংলাদেশ (আইএসবি)’ নামে একটি গোপন সংগঠনের সদস্য। তারা দেশে ফিরে হামলার ছক আঁটছিলেন। তাদের হামলার টার্গেট ছিল বিভিন্ন পেশাজীবী ও গুরুত্বপূর্ণ স্থাপনা।
আরও পড়ুন: সিঙ্গাপুরে আটক ছয় বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন
/এআরআর/এজে