বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র প্রমাণের ষড়যন্ত্র চলছে: আইজিপি

একেএম শহীদুল হকএকটি মহল মিথ্যা তথ্য উপস্থাপন করে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। তিনি বলেন, দেশে কেউ সহিংসতা ঘটালে, কেউ বলে আইএস করেছে, কেউ বলে আল-কায়েদা করেছে। কিন্তু অপরাধীরা আটক হলে আইএস বা আল-কায়েদার কোনও প্রমাণ মেলে না। মঙ্গলবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে লালবাগ বিভাগে সিসি ক্যামেরা ভিত্তিক নিরাপত্তা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে সিসি ক্যামেরা কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ প্রধান একেএম শহীদুল হক, জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া।
আইজিপি বলেন, দেশের মানুষ ধর্মভীরু হতে পারে কিন্তু ধর্মান্ধ নয়। ধর্মের দোহাই দিয়ে যারা মানুষ খুন করে জঙ্গিরাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখছেন, তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে পুলিশ সর্বদা দেশের মানুষের পাশে থাকবে। এ পর্যন্ত ঘটা প্রায় সব ঘটনার অপরাধীরা আইএস বা আল কায়দার সঙ্গে জড়িত নয়। বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে স্বাধনতাবিরোধীরা দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করার চেষ্টা করছে। দেশের ইতিহাসকেও তারা বিকৃত করার অপচেষ্টা করছে।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে শহীদুল হক বলেন, সিসি ক্যামেরা থাকায় ৬২ জন জঙ্গিকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে পুলিশ। এর মধ্যে ছয় জন জঙ্গির ফাঁসির রায় কার্যকর করা হয়েছে।

সিসি ক্যামেরার গুরুত্বের কথা উল্লেখ করে  আইজিপি বলেন, কলাবাগানের জোড়া খুনের ঘটনায় আসামিদের শনাক্ত করা যায়নি। কারণ সেখানে কোনও সিসি ক্যামেরা নেই। অন্যদিকে গুলশানে ইতালিয়ান নাগরিক হত্যা ঘটনার আসামিকে সহজেই শনাক্ত করা হয়েছে।

আসাদুজ্জামান মিয়া বলেন, লালবাগ বিভাগে মোট ৩ হাজার ৩৪০টা সিসি ক্যামেরা বসানো হয়েছে। লালবাগসহ সমগ্র রাজধানীকে সিসি ক্যামেরার আওতায় এনে একটি টিম গঠন করা হবে। চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাস, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ সোচ্চার থাকবে। এ সময় সিসি ক্যামেরা ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা কার্যক্রমে সহযোগিতা করার জন্য পুরান ঢাকার ব্যবসায়ীদের ধন্যবাদ জানান তিনি।

এডিসি আবিদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন   বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম আকাশ, ঢাকা মহানগর পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক দোলন কান্তি বড়ুয়া, ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আব্দুস সাত্তার ঢালী, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ফজলুর রহমান প্রমুখ।

আরও পড়তে পারেন: আজ থেকে সিম বন্ধ হলেও নিবন্ধন করে চালু করা যাবে

/এমএনএইচ/