খেজুর কার্টনে পোকা, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতরাজধানীর যাত্রাবাড়ীতে মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রির অপরাধে আল মদিনা নামের ফল বিক্রির প্রতিষ্ঠানের মালিক বাবু শেখকে এক লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী মার্কেটে এ অভিযান পরিচালনা করেন র‌্যাব-১০। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
তিনি জানান, আল মদিনার মালিক যেসব কার্টনে খেজুর প্যাকেটজাত করেছিল সেগুলো নোংড়া, ছত্রাকে আক্রান্ত এবং ফল ভাণ্ডারের আড়তের ভেতরে ছিল পোকামাকড়। তাই মালিক বাবু শেখকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে আর আড়তের খেজুরগুলো জব্দ করা হয়।
তিনি আরও জানান, আল-জেরিয়া, ইরাক, তিউনিশিয়ার বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের খেজুরের প্যাকেটগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে কার্টনে ছত্রাক ও পোকামাকড় ধরেছিল। কিন্তু তারপরও ব্যবসায়ী তা বিক্রি করছে।
এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাজ্জাদ হোসেন এবং বিএসটিআই এর রাসায়নিক বিশেষজ্ঞ দল তার সঙ্গে ছিল।
/এআরআর  /এএইচ/
আরও খবর পড়ুন-

চলে গেলেন 'দ্য গ্রেটেস্ট' মোহাম্মদ আলী