রাজধানীতে বাসায় ঢুকে ছুরিকাঘাতে নানি ও নাতনিকে হত্যা

রাজধানীর চকবাজারে বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে নানি ও নাতনিকে হত্যা করা হয়েছে। তাদের নাম যথাক্রমে রাশিদা বেগম (৫০) ও বন্যা (২০)। এ ঘটনায় বন্যার খালা সীমা (৩৫) আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। সোমবার বিকালে চকবাজারের ইসলামবাগে ছাতা মসজিদ সংলগ্ন ইসহাকের বাড়ির চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
ঢামেকের পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া নিহতের ঘটনা স্বীকার করেছেন।
বন্যার স্বামী সোহাগ জানান, বন্যার আরেক খালা সুমী বছর খানেক আগে মারা গেছেন। তার স্বামীর নাম জীবন। তাদের দুই সন্তান রয়েছে। এ দুই সন্তান তাদের (বন্যা) বাড়িতে থাকে। সুমীর স্বামী জীবন তার দুই সন্তানকে নিতে চাইলে তারা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে মামলাও হয়েছে। এর জেরে জীবন আজ বিকালে বাসায় ঢুকে তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে বন্যার নানি রাশিদা বেগম মারা যান। গুরুতর আহতাবস্থায় বন্যা ও সীমাকে ঢামেকে আনলে কর্তব্যরত চিকিৎসক বন্যাকে মৃত ঘোষণা করেন।

সোহাগ আরও জানান, জীবন তার দুই সন্তান জুঁই (৮) ও সানিকে (২) নিয়ে গেছেন।

/এআইবি/এআর/এইচকে/

আরও পড়ুন: ফারাজের মরদেহ বাসায়, বাদ আসর জানাজা