জঙ্গি সংগঠন থেকে বেরিয়ে এসে সঠিক তথ্য দিলে ১৫ লাখ টাকা পুরস্কার: র‌্যাব

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদজঙ্গি সংগঠন থেকে বেরিয়ে এসে সঠিক তথ্য দিলে ১৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে র‌্যাব।
সোমবার বিকালে বগুড়ায় র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ এই ঘোষণা দেন।
তিনি বলেন, ‘কোনও জঙ্গি সংগঠন থেকে কোনও সদস্য বেরিয়ে এসে ওই সংগঠনের বিষয়ে সঠিক তথ্য দিলে তাকে দশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে কাউকে ধরিয়ে দিলে তাকে আরও পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের সবাইকে সঙ্গে নিয়ে মুষ্টিমেয় জঙ্গিদের প্রতিহত করতে হবে।’



এর আগে বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। সারিয়াকান্দির যুমনা নদীর চরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সাতটি জিহাদি বই, তিনটি ছুরি, তিনটি চাপাতি ও কিছু কপারের তার জব্দ করা হয়। কাউকে আটক করা যায়নি। ধুনট থেকে কোনও উপকরণ জব্দ বা কাউকে আটক করা যায়নি। 
র‌্যাব-১২ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহাবুদ্দিন খান। ভোরবেলা সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এ অভিযান শুরু হয়ে বিকেলে শেষ হয়েছে।

/এআরআর/এনএইচএন/এজে/এইচকে/