রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু

ট্রেনে কাটারাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে।
ঢাকার কমলাপুরের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই ছাত্রীর নাম নূরি জান্নাত মিতু (২৬)। তিনি মিরপুর বাংলা কলেজের গণিত বিভাগের ছাত্রী ছিলেন।
ওসি আব্দুল মজিদ জানান, খিলক্ষেত রেলক্রসিং এলাকায় ভোর ৬টার দিকে জামালপুরের কমিউনিটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ছাত্রীর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ফোনে কথা বলতে বলতে সে ট্রেনের নিচে কাটা পড়ে।
আত্মীয়দের বরাত নিয়ে পুলিশ জানায়, ওই ছাত্রীর স্বামীর নাম জাহাঙ্গীর আলম। পাবনার ফরিদপুরে পাঁচগাঙ্গুলি গ্রামে তাদের বাড়ি। বর্তমানে তারা খিলক্ষেতের মধ্যপাড়ায় থাকতেন। তার আত্মীয়রা জানিয়েছে সম্প্রতি সে পরীক্ষায় এক সাবজেক্টে রেজাল্ট খারাপ করেছিল।
পুলিশ আরও জানায়, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
/এআইবি/এনএস/