রাজধানীতে ভূমি জরিপ কর্মকর্তা গুলিবিদ্ধ

ঢামেকরাজধানীর ভাষানটেক এলাকায় ভূমি জরিপ অফিসের এক কর্মকর্তাকে গুলি করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। তার নাম শহীদুল ইসলাম (৪৫)। তিনি তেজগাঁও ভূমি জরিপ অফিসে কাজ করেন।

রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পূর্ব ভাষানটেক এলাকার বাগানবাড়ি রোডে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,’কে বা কারা শহীদুল ইসলামকে গুলি করেছে তা জানা যায়নি। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’ 

আহত শহীদুল বলেন, ‘সকালে প্রাইভেটকার নিয়ে অফিসে যাচ্ছিলাম। এসময় বাড়ির সামনে অজ্ঞাত এক যুবক পথরোধ করে ও আমাকে গাড়ি থেকে বের হতে বলেন। এরপর ওই যুবক আমাকে লক্ষ্য করে গুলি করে। আমাকে উদ্ধার করে দ্রুত গাড়িচালক কবির ঢামেকে নিয়ে আসেন।’

তিনি আরও বলেন,কিছু দিন আগে ভাষানটেক এলাকায় ইব্রাহিম নামে এক সন্ত্রাসী তাকে একটি জমির কাজ করে দিতে বলেন। তিনি কাজ করতে অপরাগতা জানালে তাকে হত্যার হুমকি দেন ইব্রাহিম।

শহীদুলের ধারণা, ইব্রাহিম কাউকে দিয়ে তাকে গুলি করিয়েছে।

পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, ‘শহীদুল ইসলাম বর্তমানে ঢামেকের জরুরি বিভাগে রয়েছে।’

আরও পড়ুন- 


জঙ্গি অর্থ লেনদেনে কোড!

/এআইবি/এমডিপি/এফএস/