পাতারটেক অভিযানের ঘটনায় মামলা

গাজীপুরের পাতারটেকের এই বাড়িতে অভিযানে ৭ জঙ্গি নিহত হয়

গাজীপুরের পাতারটেকে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অস্ত্র ও বিস্ফোরক আইনে অভিযানে নিহত সাত জঙ্গিকে আসামী করে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান এ মামলা দায়ের করেন ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, পাতারটেকের অভিযানে নিহত সাত জঙ্গির একজন হচ্ছে ফরিদুল ইসলাম আকাশ। তার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে এ মামলা (নং-৩৭) দায়ের করেন তিনি।

কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা জানান, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াতের সদস্যরা স্থানীয় পুলিশের সহযোগিতায় পাতারটেকের জঙ্গি আস্তানায় অভিযান চালায়। এর আগে সকাল ১০টা থেকেই ওই আস্তানা ঘিরে রেখে জঙ্গিদের আত্মসমর্পণের অনুরোধ জানান কাউন্টার টেররিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন। কিন্তু জঙ্গিরা আত্মসমর্পণ না করায় পুলিশ সেখানে ‘অপারেশন স্পেট-এইট’ নামে অভিযান শুরু করে। বিকাল ৪টার দিকে অভিযান শেষ হলে দেখা যায় আস্তানায় সাত জঙ্গি নিহত হয়েছে। তাদের একজন আকাশ নব্য জেএমবি’র ঢাকা বিভাগের কমান্ডার। সেখান থেকে তিনটি পিস্তল ও কয়েকটি চাপাতিসহ বিস্ফোরক উদ্ধার করেন পুলিশ কর্মকর্তারা।

মামলা হয়নি হাড়িনালের ঘটনায়:

একই থানা এলাকার হাড়িনালের আরেকটি বাড়িতে র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান ওসি। তবে ওই মামলাটিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি রেজাউল।

জেএমবির অর্থদাতার লাশ ঢামেক মর্গে :

সাভারের আশুলিয়ায় র‌্যাবের অভিযানে আহত হওয়ার পর স্থানীয় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেএমবি’র প্রধান অর্থদাতা আবদুর রহমান ওরফে সরোয়ার ওরফে নাজমুল হক। আশুলিয়া থানার এসআই আসাদুজ্জামান সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সুরতহাল শেষে বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠান নিহতের লাশ। আবদুর রহমানের বাড়ি সাতক্ষীরার সদরে। তার বাবার নাম আবদুল্লাহ।

/জেইউ/ এইচকে/

পড়ুন: মা-বোনদেরও আত্মঘাতী দলে টেনেছিল আকাশ!