জঙ্গিদের আরও ২৮ লাখ টাকা উদ্ধার

1435297494_8823

নব্য জেএমবির আরও প্রায় ২৮ লাখ টাকা উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর মতিঝিলে র‌্যাব অভিযান চালিয়ে নব্য জেএমবির নিহত অর্থদাতা আব্দুর রহমানে দুজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ২৭ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো, আবদুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী নাফিস আহম্মেদ নয়ন ও হাসিবুল হাসানকে।

এছাড়া, নব্য জেএমবির মূল অর্থদাতা আব্দুর রহমানের পরিচয় নিশ্চিত হয়েছে বলে দাবি করেছে র‌্যাব। তাদের দাবি, এই আব্দুর রহমান ওরফে সারোয়ার জাহানই ইসলামিক স্টেটের (আইএস) কথিত বাংলাদেশ প্রধান শাইখ আবু ইব্রাহিম আল-হানিফ। আইএসএর মুখপাত্র ‘দাবিক’ পত্রিকার এক প্রতিবেদনে আবু ইব্রাহিমকে আইএস-এর বাংলাদেশ প্রধান বলে উল্লেখ করে।

এ বিষয়ে বেলা ১১টার সময় র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের বিস্তারতি জানানো হবে।

৮ অক্টোবর বিকালে আশুলিয়ায় একটি বাড়িতে অভিযান চালানোর সময় ৫ তলার গ্রিল কেটে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আব্দুর রহমান। এসময় সে গুরুতর আহত হয়। র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/এনএল/এসটি/