দুর্নীতির মামলায় এবার কোস্টগার্ডের সাবেক পরিচালক গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিকোস্টগার্ডের নামে বরাদ্দকৃত গম বিক্রি করে টাকা আত্মসাতের মামলায় কোস্টগার্ডের সাবেক পরিচালক ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকালে মিরপুর ডিওএইচএস-এর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে একই মামলায় গ্রেফতার করা হয় কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত কমোডর শফিক-উর-রহমানকে।

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯৯৬-৯৭ ও ৯৭-৯৮ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কোস্ট গার্ডের নামে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ১১ হাজার ১০০ মেট্রিক টন গম বরাদ্দ দেয়। এই গম বিক্রির কোনও নিয়ম না থাকলেও ৫ টাকা কেজি দরে গম বিক্রি করে দেন। তখন সরকার নির্ধারিত গমের দাম ছিল ১১ টাকা ৬৪ পয়সা। এভাবে সাত কোটি ৩৭ লাখ চার হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে ১৯৯৮ সালের আগস্টে তৎকালীন মহাপরিচাল শফিক-উর-রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। ওই মামলাতেই মোস্তাফিজুর রহমানেক গ্রেফতার করা হয়েছে।

/আরজে/এআরএল/

আরও পড়ুন: 

রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছি: ওবায়দুল কাদের