২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি তাজ উদ্দিনকে ফেরত চেয়েছে ঢাকা

 

 

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি হুজি নেতা মাওলানা তাজ উদ্দিন২১ আগস্ট গ্রেনেড হামলার অন্যতম আসামি হুজি নেতা মাওলানা তাজ উদ্দিনকে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ করেছে সরকার। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার বালিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার নোমাইনদিয়া মফেকেতোর সঙ্গে আলাপকালে এ অনুরোধ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১-জাতি ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার জন্য প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বালিতে যান। সেখানে  দক্ষিণ আফ্রিকার ডেপুটি মিনিস্টার শহরিয়ার আলমের অনুরোধের জবাবে বলেন, তার সরকার এ বিষয়ে সহযোগিতা করার বিষয়ে আগ্রহী।

শাহরিয়ার আলম দক্ষিণ আফ্রিকার মন্ত্রীকে বাংলাদেশে আবাসিক দূতাবাস খোলার জন্য অনুরোধ করে বলেন, ‘এর ফলে দু’দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়বে।’

/ এসএসজেড/এমএনএইচ/